• ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বন্য শুকুরের যন্ত্রনায় অতিষ্ট কমলগঞ্জের ৫ গ্রামের মানুষ

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৬, ২০১৬

কুলাউড়া প্রতিনিধি
কমলগঞ্জ উপজেলার ৫টি গ্রামের মানূষ বন্য শুকুরের যন্ত্রনায় অতিষ্ট হয়ে পড়েছে। কৃষকরা রাত জেগে পাহারা দিয়ে ও বাঁচাতে পারছে না পাকা ধান, আনারস লেবু, কলা, পেঁপে সহ ফসলাদি।  জানা যায়, উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের লংগুরপার, বালিগাঁও, মোকাম টিলা, বটেরতল, মাহিম টিলা এলাকায় রাত হলেই পাহাড়ী বন্য শুকুর হানাদের ফসলের জমিতে। বন্য শুকুর সমুহের জটিকা হানায় পাকা ধান মাড়িয়ে বিনষ্ট করছে। পাশাপাশি আনারস, লেবু, কলা ও পেঁপে ফসলের গাছ দুমড়ে-মুছড়ে বিনষ্ট করছে।  কৃষক সিকন্দর আলী, হারিছ মিয়া, আবু মিয়া, বাবুল মিয়া ও মেহের আলী জানান, প্রতিটি রাতই আমাদের জন্য একটি আতংকের রাত। এত কষ্ট করে ফসল ফলিয়েছি, এখন ফসল তোলার সময় এগিয়ে আসছে। কিন্তুু পাহাড়ী বন্য শুকুর সমুহ হানা দিয়ে আমাদের ফসল বিনষ্ট করছে। প্রতিদিনই আমরা রাত জেগে গ্রামের ফসলী এলাকায় পাহারা দিয়ে ও ফসল রক্ষা করতে পারছি না।